IQNA

ভিডিও | কারাবাখে বেজে উঠল আযানের সুমধুর ধ্বনি

21:11 - November 13, 2020
সংবাদ: 2611802
তেহরান (ইকনা): আজারবাইজানের সেনাবাহিনী নাগার্নো-কারাবাখের দ্বিতীয় বৃহত্তম শহর শুশা ২৮ বছর আর্মেনিয় দখল থেকে মুক্ত করেছে। কারাবাখের রাজধানী স্টেপনোকার্টের পর এটিই দ্বিতীয় বৃহত্তম শহর। দীর্ঘ ২৮ বছর পর শুমা শহরের ঐতিহাসিক মসজিদে আবারও আযানের সুমধুর ধ্বনি বেজে উঠেছে।

শুশা শহরটি ১৭৫২ সালে কারাবাখের নেতা পানাহ আলী খান প্রতিষ্ঠা করেছেন। বিগত শতাব্দীসমূহে এখানে অসংখ্য ঐতিহাসিক নিদর্শন নির্মিত হয়েছে। আর একারণে আজারবাইজানীদের নিকট এই স্থানের বিশেষ গুরুত্ব রয়েছে।


শুশা শহরটি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত। এটি আর্মেনিয়দের দখলে থাকা নাগার্নো-কারাবাখের রাজধানী স্টেপনোকার্ট (খানাকেন্দি) থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে অবস্থিত। এছাড়া শুশা শহরের ভেতর দিয়েই মূল আর্মেনিয়ার সাথে যোগাযোগ রক্ষা করতে একমাত্র সড়ক অবস্থিত।

 

এছাড়াও শুশা শহরটি আজারবাইজানের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও সাংস্কৃতিক শহর। এর বিশেষ ভৌগলিক অবস্থানের কারণে এবং খানকান্দি (নাগরোনা-কারাবাখের বৃহত্তম শহর এবং প্রাণকেন্দ্র) রোডের কারণে এই শহরের কৌশলগত গুরুত্বও রয়েছে।


১৯৯২ সালের ৮ম মে আজারবাইজানের ঐতিহাসিক এই শহরটি আর্মেনিয়ান সেনারা দখল করে নিয়েছিল। iqna

captcha